Skip to Content

Experience a new Epic

 A New generation of Modern Classics Starts here

Bankim Chandra chattopadhyay's 

Kapal Kundala

Direction, Scenography & Song By Gourab Mukherjee

 

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিরচিত কপালকুণ্ডলা (১৮৬৬) বাংলা সাহিত্যের এক অমর কীর্তি, যাহাতে প্রেম, ভাগ্য, নৈতিকতা ও অতীন্দ্রিয়তার সংঘাত চিত্রিত হইয়াছে।

উপন্যাসের প্রধান নায়ক নবকুমার, যিনি একদিন পথভ্রষ্ট হইয়া গভীর অরণ্যে উপস্থিত হন। সেথায় তাঁহার সাক্ষাৎ ঘটে কপালকুণ্ডলা নামক এক অপরূপা রমণীর সহিত, যাহার লালন-পালন এক কাপালিকের দ্বারা সম্পন্ন হইয়াছিল। কপালকুণ্ডলা মানবসমাজ হইতে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকায় সংসারজীবন ও সামাজিক নীতি সম্পর্কে অজ্ঞ ছিলেন।

নবকুমারের দুর্ভাগ্যক্রমে তিনি কাপালিকের চক্রান্তে আবদ্ধ হন, এবং ভাগ্যের পরিহাসে কপালকুণ্ডলার সহিত তাঁহার বিবাহ সম্পন্ন হয়। কিন্তু এই বিবাহ প্রেমের ফলে নহে—ইহা এক নৈবৈতিক পরিস্থিতির ফলমাত্র।

উপন্যাসের গতিধারায় নবকুমারের পূর্বপরিণীতা পদ্মাবতী তাঁহার জীবনে পুনরায় প্রত্যাবর্তন করিলে কপালকুণ্ডলার মানসিক অবস্থার এক জটিল পরিবর্তন ঘটে। অপরদিকে, কাপালিক তাহাকে আপন স্বার্থসিদ্ধির নিমিত্ত ব্যবহার করিতে চাহেন। এইসব জটিলতার মাঝে কপালকুণ্ডলা প্রেম, কর্তব্য ও স্বাধীনতার মধ্যে গভীর দ্বন্দ্বে পতিত হন।

পরিশেষে, সংসারজীবনের বন্ধন গ্রহণ করিতে অসম্মত হইয়া, কপালকুণ্ডলা আত্মত্যাগের পথ গ্রহণ করেন। ইহা এক করুণ সমাপ্তি, যাহা প্রেম, নৈতিকতা ও ভাগ্যের নিষ্ঠুর পরিহাসের প্রতিচিত্র।

উপন্যাসটি প্রকৃতি ও সভ্যতার সংঘাত, প্রেমহীন দাম্পত্য, এবং নারীর আত্মপরিচয় সন্ধানের এক অনন্য সাহিত্যসৃষ্টি, যাহা বাংলা সাহিত্যে বিশেষ স্থান অধিকার করিয়াছে।


নির্দেশনা, সিনোগ্রাফি, সঙ্গীত ও মঞ্চ ভাবনা গৌরব মুখার্জী

আলোক ভাবনা ও প্রক্ষেপণ সৈকত মান্না

ভাবনা সুজয় পাত্র 

আবহ ও সঙ্গীত নির্দেশনা অনন্যা মেঘবালিকা

কোরিওগ্রাফি শাশ্বতী জানা ও জয়ন্ত দাস

তবলা তমগ্ন ধর

বাঁশি গর্ভ খাতি

পোশাক ভাবনা ও রুপ্সপজ্জা সমর রায় চৌধুরী ও শ্রেয়া দাস ঠাকুর

 নামাঙ্কন ও পোষ্টার স্বরূপ কর্মকার

 মঞ্চ নির্মাণ ও সজ্যা জয় ভট্টাচার্য, শুভজিত দাস, ও শুভাসিশ নন্দী

গান নম্রতা ঘোষ ও  প্রতীপ আড্য

নৃত্য রাশি, শ্রেয়া, অঙ্কিকা, ও সায়ন্ধিতা

অ্যাকশন জয়, শুভজিত, জয়ন্ত, সম্রাট ও ময়ুখ 

কৃতজ্ঞতা স্বীকার বিশ্বজীত মণ্ডল, তপন কুমার পোদ্দার, অনন্ত সর্দার, সান্তুনু ঘটক, বিমল কুমার পাল, ইদ্রনীল মুখার্জী, মাধব দা